ময়মনসিংহের যোগদানকৃত বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে তিনি ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলা- উপলক্ষ্যে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।
মতবিনিময় সভায় আলোচনাকালে বিভাগীয় কমিশনার দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ সব গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন। সাংবাদিকদের দায়িত্ব পালনকালে সবধরনের প্রশাসনিক সহায়তা দেয়া হবে বলে জানান।
সাংবাদিকরা যদি কোনো ব্যাপারে আস্থাহীনতায় ভোগেন, সে জায়গা থেকে যেন বের হয়ে আসা যায়, সে লক্ষ্যে কাজ করা হবে বলে আশ্বাস দেন। নতুন কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ময়মনসিংহ বিভাগকে উন্নয়নের দিক থেকে শীর্ষস্থানীয় বিভাগে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনাকালে সাংবাদিকরা নগরীর বিভিন্ন সেক্টরে বিদ্যমান সমস্যাসমূহ বিভাগীয় কমিশনারকে অবগত করেন এবং তার কার্যকর সমাধানের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় যেন যথাযথ পদক্ষেপ নেন, সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার আগামী ১৫-২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ময়মনসিংহ বিভাগীয় বইমেলা উপলক্ষে সাংবাদিকদের এক সংক্ষিপ্ত প্রেসব্রিফিং করেন। তিনি বলেন, পাঠ্যাভ্যাস অমিত সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেয়। মানুষের মস্তিষ্ককে আলোকিত করে।
উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর শুরু হয়ে ২২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে।
সভায় ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তারসহ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টিএইচ